অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে নীতিমালা প্রকাশ

নৌপথে পণ্য পরিবহন নীতিমালা
ছবি: রাজীব রায়হান/স্টার

দেশের সমুদ্রবন্দর ও এর আশেপাশের এলাকা থেকে লাইটার জাহাজে দ্রুত, নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে পণ্য পরিবহন করতে নীতিমালা প্রকাশ করেছে সরকার।

এর নাম দেওয়া হয়েছে—'নৌপরিবহন অধিদপ্তর হইতে অনুমতিপ্রাপ্ত লাইটার জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে পণ্য পরিবহন নীতিমালা ২০২৪'।

গত মঙ্গলবার প্রকাশিত নীতিমালাটি শিগগির কার্যকর করা হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই নীতিমালা দেশের সব সমুদ্রবন্দর, উপকূলীয় নদীবন্দর ও নদীর দুই তীরে সব ধরনের জেটি, বহির্নোঙ্গরে আসা মাদার ভেসেল বা বড় জাহাজ থেকে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত লাইটার জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—খাদ্যপণ্য, ক্লিংকার ও সারসহ সব আমদানি-রপ্তানি পণ্য যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর মাধ্যমে সুষম সরবরাহে সহায়তা করা এই নীতিমালার উদ্দেশ্য।

এই নীতিমালা অনুসারে, 'বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো অর্ডিনেশন সেল' নৌযান মালিক সংগঠন ও নৌশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়কারক নতুন সংগঠনের মাধ্যমে লাইটার জাহাজ বরাদ্দ ও নিয়ন্ত্রণ করবে।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

1h ago