স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রথমবারের মতো প্রতি ভরি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা
স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) খাঁটি স্বর্ণের দাম হবে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।
স্বর্ণের দাম প্রতি ভরি ছিল এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা।
আজ শনিবার বাজুস প্রতি গ্রাম স্বর্ণ ১০ হাজার ৮৩০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ১৩৭ টাকায় বিক্রি করতে বলেছে।
চলতি বছরের ২৫ আগস্ট প্রতি ভরি স্বর্ণ এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা ঘোষণা করে, যা আগের রেকর্ড ছড়িয়ে যায়।
বাংলাদেশে বর্তমানে স্বর্ণের আনুমানিক বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ টন। সংশ্লিষ্টদের মতে, এই চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় চোরাচালানের স্বর্ণ দিয়ে।
Comments