স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৯৮৭৫ টাকা

বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক ধাপ বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আগামীকাল থেকে প্রতি ভরি ভালো মানের স্বর্ণ ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধির কথা উল্লেখ করে বাজুসের মূল্য নির্ধারণ ও মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ছিল মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। আগামীকাল থেকে যা বিক্রি হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়।

গত জুলাইয়ে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি এক লাখ টাকা অতিক্রম করে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

25m ago