বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক,
আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের অভাবসহ ব্যাংকিং খাতে অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় আহসান এইচ মনসুরকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার চার দিনের মাথায় গত ৯ আগস্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৩তম গভর্নর।

Comments

The Daily Star  | English

$6 billion foreign loan commitments may come by June: finance adviser

The commitments will come from multiple sources, including World Bank, IMF, ADB, Opec

52m ago