কাস্টমস ব্যবস্থাপনা শতভাগ অটোমেশন করতে হবে: এফবিসিসিআই সভাপতি

মাহবুবুল আলম, এফবিসিসিআই, এনবিআর, আবু হেনা মো. রহমাতুল মুনিম,
এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত কর্মশালায় কথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। ছবি: সংগৃহীত

কাস্টমস ব্যবস্থাপনা শতভাগ অটোমেশন করতে হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, 'পণ্যের এইচএস কোড, ডিক্লেয়ারেশন এবং কাস্টমস সংক্রান্ত নানা জটিলতার কারণে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় কাস্টমস ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশন করতে হবে।'

আজ সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই ও এনবিআর আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

মাহবুবুল আলম বলেন, 'ব্যবসা পরিচালনার ব্যয় কমানোসহ কাস্টমস ব্যবস্থাপনা সহজ করতে শতভাগ অটোমেশন বাস্তবায়ন, কাস্টমস আইনের সঠিক বাস্তবায়ন এবং আইনে প্রয়োজনীয় সংশোধন করা উচিত।'

'দেশে ব্যবসার পরিবেশ সহজ করা ও ব্যবসার ব্যয় কমাতে কাস্টমস আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি নতুন কাস্টমস আইন ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'আইন যত সুন্দরই হোক না কেন, সেটির সঠিক বাস্তবায়ন না হলে সুফল মিলবে না। প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে আইনটি বাস্তবায়ন করা হলে ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি গতিশীল হবে।'

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, 'কাস্টমস আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ী মহলের যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।'

তিনি বলেন, 'ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাস্টমস আইন-২০২৩ নিয়ে নিজেদের ধারণা পরিষ্কার রাখতে হবে ও সচেতন হতে হবে। কাস্টমস কর্মকর্তাদের নামে ঢালাওভাবে অভিযোগ না দিয়ে, লিখিত আকারে সুস্পষ্ট অভিযোগ এনবিআরকে দিতে হবে।'

এসময় এনবিআরের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) মো. মাসুদ সাদিক জানান, নতুন কাস্টমস আইন আগের চেয়ে আরও বেশি বাণিজ্যবান্ধব হবে।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago