নতুন অর্থবছরে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ দিন এডিপি ছাড়াও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনের জন্য ১৩ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
বিগত বছরগুলোর মতো এবারও বিদেশি অর্থায়ন ও দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এডিপির অনুমোদন দেওয়া হয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সরকার খাদ্য নিরাপত্তা, কৃষি, কৃষি শিল্প, বিদ্যুৎ, শ্রম দক্ষতা ও দারিদ্র্য বিমোচনে অগ্রাধিকার দিয়েছে।
Comments