২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

এনইসি সভা শেষে সংবাদ সম্মেলন। ছবি: স্টার

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্যে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।

আজ বুধবাবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এ তথ্য জানানো হয়।

এই এডিপিতে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান হবে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। তা সংশোধন করে আজ অনুমোদন পাওয়া অর্থ নির্ধারণ করা হয়।

এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্যে বরাদ্দ ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্যে ২৯ হাজার ৮৯৭ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্যে ২৫ হাজার ২৪৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ২৪৩ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্যে ১১ হাজার ৩৩২ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগের জন্যে ৯ হাজার ৭৮১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্যে ৭ হাজার ৭৮৫ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্যে ৭ হাজার ২১৮ কোটি টাকা, সেতু বিভাগের জন্যে ৭ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এর আগে ২০২১-২২ অর্থবছরের অনুমোদিত এডিপি ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

48m ago