২ লাখ ২৭ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

এনইসি সভা শেষে সংবাদ সম্মেলন। ছবি: স্টার

চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্যে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।

আজ বুধবাবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এ তথ্য জানানো হয়।

এই এডিপিতে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান হবে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। তা সংশোধন করে আজ অনুমোদন পাওয়া অর্থ নির্ধারণ করা হয়।

এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্যে বরাদ্দ ৩৯ হাজার ৫৬৩ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্যে ২৯ হাজার ৮৯৭ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্যে ২৫ হাজার ২৪৭ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যে ১২ হাজার ২৪৩ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্যে ১১ হাজার ৩৩২ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগের জন্যে ৯ হাজার ৭৮১ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্যে ৭ হাজার ৭৮৫ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্যে ৭ হাজার ২১৮ কোটি টাকা, সেতু বিভাগের জন্যে ৭ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এর আগে ২০২১-২২ অর্থবছরের অনুমোদিত এডিপি ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago