ধনী-গরিব বৈষম্য দেশের অর্থনীতির এক বড় চ্যালেঞ্জ

২০১০ সালে দেশের গিনি সহগ বা বৈষম্যের পরিমাপ ছিল শূন্য দশমিক ৪৫৮। এটি এখন বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৯৯ বা শূন্য দশমিক পাঁচ।
ধনী গরিব বৈষম্য
জাতীয় প্রেসক্লাবে বিজনেস আইয়ের ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ধনী ও গরিব জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিজনেস আই আয়োজিত 'বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও চ্যালেঞ্জ ও সুযোগ' শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করা হয়।

অনুষ্ঠানে কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম বলেন, 'স্বাধীনতার পর থেকে দেশের মানুষের আয় বেড়েছে ও দারিদ্র্য কমেছে। কিন্তু আমাদের আয় বৈষম্যও বেড়েছে। বেশি আয়ের মানুষদের সঙ্গে কম আয়ের মানুষদের ক্রমবর্ধমান বৈষম্য এখন আমাদের অর্থনীতির এক বড় সমস্যা।'

২০১০ সালে দেশের গিনি সহগ বা বৈষম্যের পরিমাপ ছিল শূন্য দশমিক ৪৫৮। এটি এখন বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৯৯ বা শূন্য দশমিক পাঁচ।

এটি খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।

Comments