মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক,

মোবাইল আর্থিক সেবাদানকারীদের (এমএফএস) মাধ্যমে রেমিট্যান্স লেনদেনের ক্যাশ-ইন সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার পর্যন্ত একটি এমএফএস একাউন্টে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত রেমিট্যান্স পাঠানো যেত। এর মধ্যে বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোয় সরকার প্রদত্ত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও অন্তর্ভুক্ত ছিল।

তবে, আজ কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা বাদ দিয়ে এই সীমা বাড়িয়ে আড়াই লাখ টাকায় করেছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, একটি এমএফএস একাউন্টে একবারে ৩ লাখ টাকা ব্যালেন্স থাকতে পারবে। কিন্তু, রেমিট্যান্স ট্রান্সফারের কারণে ব্যালেন্স ৩ লাখ টাকার বেশি হলে তা আবার ৩ লাখ টাকায় নেমে না আসা পর্যন্ত আর কোনো ক্যাশ-ইন বা অ্যাড মানি করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এমএফএস ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি ৫০ লাখ।

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago