সেরা করদাতার তালিকায় ববিতা, মাহফুজ ও সিয়াম

সেরা করদাতা, এনবিআর, মাহফুজ আহমেদ, ববিতা, সিয়াম আহমেদ,
ববিতা, মাহফুজ আহমেদ ও সিয়াম আহমেদ। ছবি: স্টার

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতার তালিকায় জায়গা পেয়েছেন তিন জন। তারা হলেন মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা ও সিয়াম আহমেদ।

এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। ওই গেজেট থেকে এসব তথ্য জানা গেছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

6h ago