নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৪৯ শতাংশ

মূল্যস্ফীতি, রিজার্ভ, অর্থবছর, আইএমএফ,
বাংলাদেশের একটি বাজারের সাধারণ দৃশ্য। স্টার ফাইল ফটো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমায় নভেম্বরে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৯ শতাংশে নেমে এসেছে।

অক্টোবরে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছিল।

এছাড়া নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৭৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল ১২ দশমিক ৫৬ শতাংশ। 

নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে, অক্টোবরে যা ছিল  ৮ দশমিক ৩০ শতাংশ।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago