বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে ৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূবাভাস সংশোধন করে ৬ শতাংশে নামিয়ে এনেছে।
এর আগে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিল আইএমএফ।
আজ মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে ওই পূর্বাভাস সংশোধন করে ৬ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।
কয়েকদিন আগে চলমান উচ্চ মূল্যস্ফীতি ও বিদেশি চ্যালেঞ্জের মধ্যে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনে বিশ্বব্যাংক। তার এক সপ্তাহ পর সংশোধিত প্রবৃদ্ধির পূর্বাভাস জানাল আইএমএফ।
তবে, বহুপাক্ষিক এই ঋণদাতা প্রতিষ্ঠান ২০২৩ সালে বৈশ্বিক বৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে।
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
Comments