জিডিপি প্রবৃদ্ধি ৭.১ শতাংশ, মাথাপিছু আয় ২,৬৮৭ ডলার

চট্টগ্রাম বন্দর
স্টার ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ রোববার এ হিসাব প্রকাশ করেছে।

তবে জিডিপি প্রবৃদ্ধির হার আগের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ বেসিস পয়েন্ট কম। ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

বিবিএসের প্রকাশিত প্রতিবেদনে দেশের মাথাপিছু আয়ের হিসাব ২ হাজার ৮২৪ মার্কিন ডলার থেকে সংশোধন করে ২ হাজার ৬৮৭ ডলারে আনা হয়েছে।

এছাড়া, জিডিপির আকার ২০২১-২২ অর্থবছরে বেড়ে ৪৬০ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ৪১৬ দশমিক ২৬ বিলিয়ন।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago