মাথাপিছু আয় ৩০০৭ ডলার

স্টার অনলাইন গ্রাফিক্স

আগামী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ধরা হয়েছে ৩ হাজার ৭ ডলার। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৮২৪ ডলার।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশকালে এ লক্ষ্যের কথা জানান।

২০০৫-২০০৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার, যা বেড়ে ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮২৪ ডলার হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের আগস্টে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away

Former Indian Prime Minister Manmohan Singh, considered the architect of India’s economic reforms, after decades of quasi- socialist system, died tonight at the All India Institute of Medical Sciences (AIIMS) in New Delhi

52m ago