জানুয়ারিতে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ১.৯৫ বিলিয়ন ডলার
জানুয়ারিতে দেশে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ১ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।
ডিসেম্বরে এসেছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা রেমিট্যান্সের এ উচ্চ প্রবাহকে বাংলাদেশের জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে মনে করছেন।
সাম্প্রতিক মাসগুলোতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উদ্বেগজনকভাবে কমে যাওয়ায়, ব্যবসার ক্ষেত্রে আমদানি বিল পরিশোধে অসুবিধা হচ্ছে।
২৫ জানুয়ারি রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অথচ গত বছরের জানুয়ারিতে রিজার্ভ ছিল ৪৫ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
এ অবস্থায় রেমিট্যান্সের উচ্চ প্রবাহ অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রিজার্ভ কমে যাওয়ায় সৃষ্ট অস্থিতিশীলতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
Comments