গ্রামের লোকেরা দার্শনিক, ব্যথাটা কম অনুভব করে: পরিকল্পনামন্ত্রী

ভোক্তা মূল্য সূচক এবং মূল্যস্ফীতির হার বৃদ্ধির পর গত মাসে তা কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
M A Mannan.jpg
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: সংগৃহীত

ভোক্তা মূল্য সূচক এবং মূল্যস্ফীতির হার বৃদ্ধির পর গত মাসে তা কমেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। জুলাই মাসে তা কমে হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান।

সাধারণ এবং খাদ্য সূচক কমলেও খাদ্য বহির্ভূত খাত বেড়েছে বলে জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ৪২২টি আইটেমের দাম ট্র্যাকিং করে দেখেছে, জুলাই মাসের শেষ তারিখে সার্বিক মূল্য সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে। খাদ্যের মূল্য সূচক শূন্য দশমিক ১৯ কমেছে। খাদ্যেও কমেছে, সার্বিকও কমেছে। আমার বিশ্বাস, এই ধারা অব্যাহত থাকবে।'

শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বেশি এ প্রসঙ্গে তিনি বলেন, 'গ্রামের লোকেরা দার্শনিক। তারা ব্যথাটা কম অনুভব করে। আমি গ্রামের মানুষ যাদের সঙ্গে কথা বলি, তারা হাসে এসব প্রশ্ন করলে। 'চালের দাম এত, জানি না তো'—কেনেই না হয়তো। ঘরের চাল খায়, খোঁজই নেয় না। বলে বাড়ছে বোধ হয়। আমরা বুঝতে পারছি না, গ্রামের মানুষের সহ্য ক্ষমতা কত বেশি। সবচেয়ে নিম্ন আয়ের যারা, এটা দুঃখজনক কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তারাই সবচেয়ে বেশি সহিষ্ণু।'

Comments

The Daily Star  | English

Gonoforum holding dialogue with Yunus

The team led by Gonoforum emeritus President Dr Kamal Hossain entered Jamuna around 3:00pm

59m ago