আয়কর রিটার্ন জমার তারিখ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চলতি অর্থবছরের (২০২৪-২৫) আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার এক অফিস আদেশে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এর আগে আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

নতুন আদেশে এনবিআর জানিয়েছে, জনস্বার্থে ও সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করা হলো।

এ সময় পর্যন্ত করদাতারা অনলাইনে ও সশরীরে কোনো জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দিতে পারবেন।

এনবিআর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করতে উত্সাহ দিচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের কর অঞ্চলের অধীনে থাকা সরকারি কর্মকর্তাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল এনবিআর।

এরপর ব্যাংকার ও মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও অনলাইনে রিটার্ন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

6h ago