বুড়িমারীতে আটকে আছে রপ্তানি পণ্যভর্তি অর্ধশতাধিক ট্রাক

ভারত, বাংলাদেশ, আমদানি, বুড়িমারী স্থলবন্দর, চ্যাংড়াবান্ধা স্থলবন্দর,
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ছবিটি গতকাল বিকেলে তোলা। ছবি: দিলীপ রায়/স্টার

ভারতের আমদানিকারকরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি বন্ধ রাখায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে তিন দিন ধরে রপ্তানি পণ্যভর্তি অর্ধশতাধিক ট্রাক আটকে আছে।

গত রোববার থেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা বাংলাদেশি পণ্য আমদানি বন্ধ রেখেছেন।

এর আগে, বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা শনিবার থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ করে।

এতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিতে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন বুড়িমারী স্থলবন্দরের রপ্তানিকারকরা।

বুড়িমারী স্থলবন্দরের রপ্তানিকারক শামিম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার থেকে ভারতের আমদানিকারকরা আমাদের কাছ থেকে পণ্য আমদানি বন্ধ রেখেছে। এতে বুড়িমারী স্থলবন্দরে রপ্তানির পণ্যভর্তি অর্ধশত ট্রাক আটকে আছে।'

'ভারতের আমদানিকারকরা জানিয়েছেন ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি না করলে তারাও বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবেন না,' যোগ করেন তিনি।

তার ভাষ্য, 'পণ্য আমদানি-রপ্তানি নিয়ে উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে এখন অচলাবস্থা চলছে।'

বুড়িমারী স্থলবন্দরের রপ্তানিকারক হুমায়ুন কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানিতে দাম নিয়ে কোনো ঝামেলা নেই। বোল্ডার পাথরের দাম বাড়ানোয় বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছেন।'

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি জানান, ভারত ও ভুটান থেকে প্রতি টন বোল্ডার পাথর ১০, ১৪ ও ১৬ ইউএস ডলারে আমদানি করতে হয়। এতে আমদানিকারকদের লোকসান গুনতে হচ্ছে। প্রতি টনের দাম এক ডলার কমানোর জন্য ভারতীয় ব্যবসায়ীদের কাছে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। এ কারণে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।'

'তবে ভারতে পাঠানো রপ্তানি পণ্যের দাম কোনো ঝামেলা না থাকলেও সেখানকার বসায়ীরা অযৌক্তিকভাবে বাংলাদেশের পণ্য আমদানি বন্ধ রেখেছেন,' মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, 'পাথরের দাম কমানো না হলে আমরা আমদানি করবো না। ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আমাদের আলোচনা চলছে।'

বুড়িমারী স্থলবন্দরের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি দুই দেশের ব্যবসায়ীদের ঝামেলা। এটা আমাদের অফিসিয়াল বিষয় নয়। যেহেতু পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে রাজস্ব নির্ভর, সেজন্য ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলছি। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।'

বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গার্মেন্টস ঝুট, জুস, বিস্কুট ও পোশাকসামগ্রী রপ্তানি করা হয়। 

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago