করাচি থেকে দ্বিতীয়বারের মতো আসছে জাহাজ, চট্টগ্রামে ভিড়বে শুক্র-শনিবার

গত মাসে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে আসা কনটেইনারবাহী জাহাজটি আবার বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাহাজটির স্থানীয় এজেন্ট সূত্রে জানা গেছে, ৮২৫ টিইইউ আমদানি কনটেইনার বহনকারী পানামার পতাকাবাহী ইউয়ান জিয়াং ফা ঝান জাহাজটি শুক্রবার বা শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের এমপি সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী লিমিটেডের প্রতিষ্ঠান রেজেনসি লাইনস লিমিটেড জাহাজটির স্থানীয় এজেন্ট।

কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্দর জেটিতে জাহাজের বার্থিংয়ের সময়সূচী বৃহস্পতিবার দৈনিক বার্থিং সভায় ঠিক করা হবে।'

এর আগে, গত মাসে জাহাজটি তার প্রথমবারের মতো ৩৭০ টিইইউ কনটেইনার আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম আসে। এর মধ্যে ২৯৭ টিইইউ পাকিস্তান থেকে এবং বাকি ৭৩ টিইইউ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে জাহাজে ওঠানো হয়েছিল।

ওই চালানে সোডা অ্যাশ, চুনাপাথর ও ডলোমাইটের মতো শিল্প কাঁচামাল এবং কাপড়, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপণ্য ছিল।

আনিস উদ দৌলা বলেন, 'জাহাজটি এবার দ্বিগুণের বেশি আমদানি পণ্য আনছে।' 

তবে, পণ্যের বিবরণ জানাননি তিনি।

জাহাজের রুট হলো—আমিরাতের জেবেল আলী বন্দর থেকে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট ক্লাং ভারতের মুন্দ্রা বন্দর হয়ে আমিরাতের জেবেল আলী বন্দর।

জাহাজটি প্রতি ৩৮ থেকে ৪০ দিনের মধ্যে চট্টগ্রামে আসবে উল্লেখ করে আনিস বলেন, 'পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পেলে এই রুটে আরও জাহাজ চালুর পরিকল্পনা করা হচ্ছে।'

বন্দর সূত্র জানায়, এবার জাহাজটি চট্টগ্রাম থেকে প্রায় ১২০০ টিইইউ রপ্তানি কনটেইনার বহন করবে বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

15h ago