মোংলা বন্দরে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মারস্ক নুসান্তরা’ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরে নোঙর করে। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার একটি জাহাজ নোঙর করেছে।

সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ 'এমভি মারস্ক নুসান্তরা' আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জাহাজটিতে ৭ হাজার ৩৫৭ মেট্রিক টন বা ৩১৫ বক্সে ৪৮৯ টিইইউ পণ্য আছে। এই মালামাল খালাসের পর জাহাজটিতে ২৬৩ বক্স ৩৬৭ টিইউ পণ্য পাঠানো হবে।'

পদ্মা সেতুর কারণে এ বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে এবং সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ নোঙর করায় এ বন্দর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৫ জুন পানামার পতাকাবাহী ১৭২ মিটার দীর্ঘ এমভি ফিলোটিমো (গিয়ারলেস ভেসেল) মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ৭৫০ টিইইউ কন্টেইনার ছিল। 

এ বছরের ২৭ মার্চ ও গত বছরের ১২ সেপ্টেম্বর এ বন্দরে ৮ মিটার গভীরতার কন্টেইনার জাহাজ নোঙর করে।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago