পবিত্র আশুরার ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান,  পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর থেকে সবধরনের পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ আছে। তবে, যাত্রী পারাপার।

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু'দেশের বন্দর এলাকায় আটকে আছে শতশত পণ্যবোঝাই ট্রাক। আটকে থাকা পণ্যের মধ্যে আছে- উচ্চপচনশীল মাছ, ফল, পেঁয়াজ, চাউলসহ বিভন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ও শিল্প কলকারখানার কাচামাল।

আগামীকাল বুধবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে বলে জানান যুগ্ন কমিশনার আ. রশিদ মিয়া।

Comments