গাজীপুরে কারখানায় আগুন, দাবি নিয়ে সড়কে আরেক কারখানার শ্রমিকরা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের পানিশাইল এলাকায় একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভের মধ্যে জিরানি বাজারের পাশে অ্যামাজন নিট ওয়্যার নামের অন্য একটি কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। দুপুর ১টা ৪০ মিনিটে তিনি বলেন, 'এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।'

শ্রমিক, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকোর কারখানার শ্রমিকেরা আজও সকাল থেকে গাজীপুর শহরের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। গতকাল রোববার কারখানা খুলে দেওয়া হলেও দুপুরের পর ছুটি দিয়ে দেওয়া হয়।

আজ সকালে কাজে যোগ দিতে এসে ডরিন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দেখেন, কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশ দেখে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে শুরু করেন। একপর্যায়ে তারা চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় অ্যামাজন নিট ওয়্যারে আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, 'বেক্সিমকোর শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বেতন ছাড়া যেতে চাইছেন না।'

 

Comments

The Daily Star  | English

Musk keen on launching Starlink in Bangladesh

Elon Musk, head of the US Department of Government Efficiency, yesterday said he is looking forward to launching Starlink in Bangladesh

1h ago