বকেয়ার দাবিতে বেক্সিমকো শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: স্টার

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় সড়ক অবরোধ চলছিল।

সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, শ্রমিকরা আজ সকাল ৯টা ৫২ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বেক্সিমকো শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।'

বিক্ষোভে অংশগ্রহণ নেওয়া শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে জানান, বকেয়া বেতন দিতে দেরি হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা আগে কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

কারখানা সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ নভেম্বরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছিল। তবে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। অবরোধের কারণে সড়কে উত্তেজনা বিরাজ করছে।

সকাল ১১টায় কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ আছে।'

জিরানী থেকে স্কয়ার পর্যন্ত যান চলাচল থেমে আছে বলে জানিয়েছে নাওজোড় হাইওয়ে পুলিশ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু এ বিষয়ে মন্তব্য করতে কেউ রাজি হননি।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

13h ago