গাজীপুরে ছুটি দেওয়ার পরদিন খুললো ১২ পোশাক কারখানা
গাজীপুরের ছুটি দেওয়া ১২ পোশাক কারখানা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খুলেছে।
গতকাল অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর সদরে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, 'গতকালকের ছুটি ঘোষিত ১২ পোশাক কারখানা আজ খুলে দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'গাজীপুর মহানগর ও টঙ্গীসহ জেলার শিল্পাঞ্চলে কারখানাগুলোর পরিস্থিতি স্থিতিশীল আছে। শ্রমিকেরা সকাল থেকেই কাজ করছেন।'
গতকাল দুপুর ১২টা পর্যন্ত জেলার অধিকাংশ কারখানা খোলা ছিল। তবে দুপুরের দিকে মহানগরীর বাসন এলাকায় আঞ্চলিক সড়কে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশিরভাগ অংশ ফাঁকা। মাঝেমধ্যে বৃষ্টির কারণে যানবাহনের চাপ দেখা গেলেও পরে তা ঠিক হয়ে যায়। গত সপ্তাহব্যাপী মহাসড়কটিতে শ্রমিক আন্দোলনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল।
গাজীপুরের স্টাইল ক্রাফটের কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে জানিয়েছিলেন, তাদের কারখানায় সমস্যা নেই। বেতন-ভাতা যথাসময়ে দিয়ে দেওয়া হয়।
গাজীপুরের শ্রীপুর বাঘের বাজার জোন শিল্প পুলিশের পরিদর্শক সুমন মিয়া ও ভোগড়া এলাকায় দায়িত্বরত বায়েজিদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়ক ও আশপাশের এলাকায় পরিবেশ স্বাভাবিক।'
শিল্প পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈরের জিরানী বাজার এলাকার বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
Comments