কাঁচামালের দাম বাড়ায় বাড়ছে টায়ারের দাম
বিশ্বব্যাপী টায়ার-টিউবের কাঁচামালের দাম বেড়ে যাওয়া ও দেশে প্রধান টায়ার প্রস্তুতকারক গাজী টায়ার্স কারখানায় আগুন-লুটপাটের কারণে দুই ও তিন চাকার বাহনের টায়ারের দাম বেড়েছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এর প্রভাব পরিবহনের ভাড়ায় পড়তে পারে।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নারায়ণগঞ্জে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্সে কয়েক দফায় আগুন ও লুটপাটের ঘটনা ঘটে।
দেশের বাজারের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে থাকা গাজী টায়ার্স হঠাৎ বন্ধের পর গত এক সপ্তাহে অন্যান্য ব্র্যান্ডের টায়ারের দাম প্রতি পিস ২০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে।
রিকশা, অটোরিকশা, হালকা বাণিজ্যিক যানবাহন, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের জন্য আমদানি করা টায়ারের দামও বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা।
দেশের অন্যান্য টায়ার প্রস্তুতকারকরা দাম বেড়ে যাওয়ার জন্য শুধু গাজীর কারখানা বন্ধের বিষয়টি নাকচ করে দিয়েছেন।
তারা টায়ারের সামগ্রিক দাম বেড়ে যাওয়ার জন্য আমদানি করা কাঁচামালের খরচ, বাড়তি জাহাজ ভাড়া ও ব্যাংক সুদকে দায়ী করেছেন।
গাজী অটো টায়ার্স কারখানার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্যিক বিপণন) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিষ্ঠানটি রিকশার টায়ারের ৭০ শতাংশের বেশি এবং অটোরিকশা, রিকশা ভ্যান ও সিএনজিচালিত থ্রি-হুইলার টায়ারের ৫৫ শতাংশ উৎপাদন ও সরবরাহ করতো।
আগামীতে দেশের বাজারে টায়ার সরবরাহ আরও কমে যেতে পারে জানিয়ে তিনি বলেন, 'হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় খুচরা বিক্রেতারা বিপাকে পড়েছেন। সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে।'
বন্দরনগরী চট্টগ্রামের কদমতলীতে টায়ার-টিউব ব্যবসায়ী ও আমদানিকারকরা ডেইলি স্টারকে জানিয়েছেন, গত এক বছর ধরে দুই ও তিন চাকার এবং ভারী যানবাহনের টায়ারের দাম বাড়ছে।
গত ১৫ দিনে কয়েকটি ব্র্যান্ডের টায়ারের দাম ২০০ থেকে ৫০০ টাকা বেড়ে যাওয়ায় অনেক চালক পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
কদমতলী বাজারের খুচরা বিক্রেতা জসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'গাজী টায়ারের সরবরাহ বন্ধ থাকায় টায়ার উৎপাদনকারীরা দাম বাড়িয়েছেন।'
তিনি আরও বলেন, 'আগে এক হাজার ৯০০ টাকায় সিএনজি অটোরিকশার টায়ার বিক্রি করেছি। এখন ব্র্যান্ডভেদে তা বেড়ে হয়েছে দুই হাজার ১০০ টাকা থেকে ২২ শ টাকা।'
চট্টগ্রাম টায়ার টিউব আমদানি-বিক্রেতা সমিতির সাবেক সাধারণ সম্পাদক রশিদ আহমদ ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববাজারে রাবারের দাম বেড়েছে। আমদানি করা টায়ারের দাম বেশি।'
চট্টগ্রামের খুচরা বিক্রেতা জসিম উদ্দিনের মতো পটুয়াখালীর নিলয় মেশিনারি স্টোরের মালিক সঞ্জয় সাহা ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে গাজীর টায়ার-টিউব বাজারে নেই। অন্য প্রতিষ্ঠানগুলো মোটরসাইকেলের টায়ারের দাম ২০০ থেকে ৩০০ টাকা বাড়িয়েছে।'
পটুয়াখালীর হক স্টোরের মালিক মোহাম্মদ জীবন ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি ব্র্যান্ডভেদে ইজিবাইকের টায়ারের দাম ৫০০ থেকে ৬০০ টাকা এবং ট্রাকের টায়ারের দাম দুই হাজার থেকে তিন হাজার টাকা বেড়েছে।'
মেঘনা গ্রুপের পরিচালক (অপারেশন) লুৎফুল বারী ডেইলি স্টারকে বলেন, 'ট্রাক-বাসের টায়ার ছাড়া বাজারে টায়ারের তীব্র সংকটের সম্ভাবনা নেই। গাজীর শূন্যতা পূরণে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এমটিএফ টায়ার উৎপাদন বাড়িয়েছে।'
'দেশে রিকশা, সাইকেল, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার টায়ার তৈরির জন্য পাঁচটি বড় প্রতিষ্ঠান আছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'শুধু গাজীর কারখানায় আগুনের কারণে বাজারে টায়ারের দাম বেড়ে যাওয়ার কারণে নেই।'
তার মতে, মূলত টায়ার-টিউবের প্রধান কাঁচামাল রাবারের দাম বেড়ে যাওয়ায় গত তিন মাসে প্রতি কেজিফুট রাবার শিটের দাম ১৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২৬ টাকা।
রূপসা টায়ার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শুধু নারায়ণগঞ্জের ঘটনার কারণে নয় কাঁচামালের দাম বেড়ে যাওয়া, ব্যাংক সুদ ও পণ্য পরিবহনের খরচের কারণেও টায়ারের দাম বেড়েছে।'
গত তিন মাসে যে হারে উৎপাদন খরচ বেড়েছে তার তুলনায় টায়ারের দাম বেশি বাড়েনি বলে মন্তব্য করেন তিনি।
Comments