২ মাস পর কর্ণফুলী পেপার মিল আবার চালু

কর্ণফুলী পেপার মিল
ছবি: ইউএনবি/ফাইল ফটো

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবার কাগজ উৎপাদনে ফিরেছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেড।

গতকাল বুধবার রাত ৮টা থেকে কারখানায় কাগজ উৎপাদন শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএম'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় দুই মাস কাগজ উৎপাদন হয়নি। সব সংকট কাটিয়ে বুধবার রাত ৮টায় উৎপাদন শুরু হয়।'

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, 'বুধবার রাত থেকে আবারও কাগজ উৎপাদন শুরু হয়েছে। আশা করছি, কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।'

Comments

The Daily Star  | English

Non-lethal weapons to be suggested for cops

The Police Reform Commission is poised to submit its report with recommendations, including freeing law enforcement agencies from political influence, according to its Chairman Safar Raj Hossain.

6h ago