পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি জানান, আজ বা আগামীকালের মধ্যে নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করার কথা আছে শ্রম মন্ত্রণালয়ের।
গার্মেন্টস
স্টার ফাইল ফটো

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

৬ সদস্যের এই বোর্ডে একজন বোর্ড প্রধান ও একজন স্বতন্ত্র প্রতিনিধি, কারখানা মালিক, শ্রমিক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং সরকারের একজন করে প্রতিনিধি আছেন।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি জানান, আজ বা আগামীকালের মধ্যে নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করার কথা আছে শ্রম মন্ত্রণালয়ের।

তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান নতুন বোর্ডে কারখানা মালিকদের প্রতিনিধিত্ব করছেন।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করে মজুরি বোর্ড।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

12m ago