সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শুক্রবার শ্রমিক সমাবেশ

মঙ্গলবার ন্যূনতম মজুরি ঘোষণার পর মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মজুরি বোর্ডের গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা প্রত্যাখ্যান করেছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। 

আজ মঙ্গলবার ন্যূনতম মজুরি ঘোষণার পর বিক্ষোভ করে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া আগামী শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশেরও আহ্বান করেছে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, পোশাকশ্রমিকদের ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলোর জোট 'মজুর বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন' আজ মঙ্গলবার মজুরি বোর্ডের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত পাঁচ বছরে শ্রমিকদের মজুরি বাড়েনি। অন্যদিকে দেশে মুদ্রাস্ফীতি ও বাজারের অবস্থা ভয়াবহ। সাধারণ যৌক্তিক নিয়মেই শ্রমিকের মজুরি বৃদ্ধি করার কথা ছিল। পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠন হয়েছে, কিন্তু বোর্ডের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।

গার্মেন্ট শ্রমিক আন্দোলনের আহ্বায়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সদস্যসচিব সাদেকুর রহমান শামীমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, সহসভাপতি জলি তালুকদার, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, অঞ্জন দাশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

Comments

The Daily Star  | English
Dhanmondi-32 house demolition

Destruction at Dhanmondi 32 triggered by Hasina's remarks: CA press wing

The demolition of the house was a reaction to Hasina's violent behaviour, Chief Adviser's Press Wing said in a statement

2h ago