অব্যবহৃত ডেটার পুরোটাই ব্যবহার করতে পারবেন মোবাইল গ্রাহকরা

বিটিআরসি, মোবাইল ইন্টারনেট, ডেটা,

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে অব্যবহৃত ডেটার পুরোটাই ব্যবহার করতে পারবেন বা ফেরত পাবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনতে হবে, তাহলে অব্যবহৃত ডেটা তার সঙ্গে যোগ হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অব্যবহৃত ডেটা যোগ করার সীমা তুলে নিয়েছে। আগে একজন গ্রাহক তার চলমান প্যাকেজের অব্যবহৃত ডেটার ৫০ গিগাবাইট পর্যন্ত ব্যবহারের সুযোগ পেতেন। তবে, নতুন নির্দেশনা অনুযায়ী এই সীমা আর থাকছে না।

সম্প্রতি বিটিআরসির 'মোবাইল ফোন অপারেটরদের ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা ২০২৩' সংশোধন করে অব্যবহৃত ডেটা যোগ হওয়ার নির্ধারিত সীমার নিয়মটি পুরোপুরি তুলে দিয়েছে।

বিটিআরসি'র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, গ্রাহকরা এখন তাদের যেকোনো পরিমাণ অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর কমিশন মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে তিন দিনের ও ১৫ দিনের ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছিল।

এছাড়া অপারেটরদের ৯৫টি প্যাকেজ থেকে মোট প্যাকেজের সংখ্যা ৪০টিতে সীমাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

11h ago