৫১৮ কোটি টাকা ঋণ পুনরুদ্ধারে সম্পদ নিলামে: ইউসিবির সঙ্গে আলোচনায় সাইফ পাওয়ারটেক

সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তোলার নোটিশ দেওয়ার পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে ঋণসংক্রান্ত বিষয়ে সমাধানে আলোচনা চালছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার সাইফ পাওয়ারটেক এ তথ্য জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া বিবৃতিতে সাইফ পাওয়ারটেক জানায়, আমরা ইউসিবির মোহাম্মদপুর শাখার সঙ্গে বিষয়টি নিষ্পত্তির পথে এগোচ্ছি এবং আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এটা সমাধানে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ডিএসইতে আজ দুপুর ১২টা ২৮ মিনিটে সাইফ পাওয়ারটেকের শেয়ারের দাম ০.৮৬ শতাংশ কমে দাঁড়ায় ১১ টাকা ৫০ পয়সায়।
প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে, এই ঋণ নিয়ে সৃষ্ট সমস্যার কোনো নেতিবাচক প্রভাব তাদের কার্যক্রমে পড়বে না।
এর আগে ইউসিবি ঘোষণা দিয়েছিল, ৫১৭ কোটি ৭৪ লাখ টাকার ঋণ পুনরুদ্ধারে সাইফ পাওয়ারটেকের সম্পদ নিলামে তোলা হবে।
২০ মার্চ ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করে এবং আগ্রহী ক্রেতাদের ২৪ এপ্রিলের মধ্যে বিড জমা দেওয়ার আহ্বান জানায়।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক গত ২৭ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে।
Comments