চাকরিতে পুনর্বহালের দাবিতে মতিঝিলে চাকরিচ্যুত এসআইবিএল কর্মীদের অবস্থান

মতিঝিল সিটি টাওয়ারে চাকরিচ্যুত এসআইবিএল কর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ছবি: এমরান হোসেন/ স্টার

চাকরিতে পুনর্বহালের দাবিতে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা।

আজ বুধবার সকাল ১০টা থেকে মতিঝিল সিটি টাওয়ারের সামনে প্রতিষ্ঠানটির শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা 'শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি'তে যোগ দেন।

দুপুর সোয়া ১২টার দিকে সেখানে তাদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে অবস্থান নিতে দেখা যায়।

তাদের দাবি, অনৈতিকভাবে কোনো ধরনের অগ্রিম নোটিশ ছাড়া তাদের জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে এসআইবিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

9h ago