জুলাই-সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৯ শতাংশ
ব্র্যাক ব্যাংক লিমিটেডের মুনাফা জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক ৬৯ শতাংশ বেড়ে ৪১৯ কোটি ৬২ লাখ টাকা হয়েছে।
ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে, কমিশন ও ফি-ভিত্তিক রাজস্ব প্রবৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে।
ব্র্যাক ব্যাংক জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় আগের বছরের ১ টাকা ২২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৯৭ পয়সায় দাঁড়িয়েছে।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রথম ৯ মাসে ৪৯ টাকা ৫১ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের ২৫ টাকা ১০ পয়সা থেকে প্রায় দ্বিগুণ। শেয়ারপ্রতি ব্যাংকের নিট সম্পদ মূল্যও বৃদ্ধি পেয়েছে।
এই বৃদ্ধির জন্য ব্যাংকটি গ্রাহকের কাছ থেকে বেশি আমানত সংগ্রহকে কারণ হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে ঋণ পোর্টফোলিও বৃদ্ধি আগের চেয়ে পরিমিত ছিল।
Comments