২০২২-২৩ অর্থবছরে কৃষি ব্যাংকের লোকসান ২৩৮৪ কোটি টাকা

বাংলাদেশ কৃষি ব্যাংক, বিকেবি, লোকসান,

২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) বার্ষিক লোকসানের পরিমাণ ৭৮ শতাংশ বেড়েছে।

গত অর্থবছরে ব্যাংকটির নিট লোকসান হয়েছে ২ হাজার ৩৮৪ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৩৩৬ কোটি টাকা।

ব্যাংকটির আর্থিক বিবরণী অনুযায়ী, আমানত ও ঋণের সুদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই লোকসান হয়েছে।

এছাড়া খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা ব্যাংকটির শ্রেণিকৃত ঋণও বাড়ছে।

রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংকটির শ্রেণিকৃত ঋণ ছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির মোট ঋণের ২১ দশমিক ৫১ শতাংশ।

তবে, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুনাফা ও শ্রেণিকৃত ঋণ পরিস্থিতি উদ্বেগজনক হলেও আমানত বেড়েছে।

২০২২-২৩ অর্থবছরের বিকেবির আমানত বেড়ে ৪০ হাজার ৫৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের অর্থবছর যা ছিল ৩৮ হাজার ৮৬ কোটি টাকা থেকে।

ঋণ বিতরণের কাঠামোগত দুর্বলতার কারণে বিকেবি কমপক্ষে ৩০ বছর ধরে লোকসানে রয়েছে। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি কম সুদে ঋণ দিলেও আমানতের জন্য বেশি সুদ দিয়ে থাকে।

১৯৯৪-৯৫ অর্থবছরে ব্যাংকটির লোকসান হয়েছিল ১৬৫ কোটি টাকা। তবে ২০০০-০১ অর্থবছরে ২ কোটি ৯১ লাখ টাকা মুনাফা করলেও তারপর থেকে লোকসানে আছে।

যুদ্ধবিধ্বস্ত দেশের কৃষি খাতকে সহায়তার জন্য ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে বিশেষায়িত ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

1h ago