একীভূত হতে সোনালী-বিডিবিএলের সমঝোতা স্মারক সই

২০০৯ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে বিডিবিএল হয়।
সোনালী ব্যাংক

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) একীভূতকরণের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকে সোনালী ও বিডিবিএলের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

গত মাসে দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালীর সঙ্গে একীভূত হতে বিডিবিএলের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এই উদ্যোগ নেওয়া হলো।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক-সিইও আফজাল করিম এবং বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, 'চুক্তি সইয়ের আগে চুক্তিটি ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য সময় নেওয়া হয়েছে। কোনো প্রভাব ছাড়াই আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করে তাকে জানিয়েছি যে আমরা বিডিবিএলের সঙ্গে একীভূত হতে চাই।'

২০০৯ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে বিডিবিএল হয়।

প্রতিষ্ঠানটি এখনো খেলাপি ঋণে জর্জরিত।

গত ডিসেম্বরে বিডিবিএলের খেলাপি দাঁড়িয়েছে ৯৮২ কোটি টাকা। এটি বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৪৬ শতাংশ।

অন্যদিকে, গত ডিসেম্বর পর্যন্ত সোনালীর ঋণ ছিল ৯৩ হাজার ৯৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, সোনালীর বিতরণ করা ঋণের মধ্যে ১৩ হাজার ১৫০ কোটি টাকা ঝুঁকিতে। এটি মোট বিতরণ করা ঋণের ১৪ দশমিক এক শতাংশ।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago