‘পিস্তল ঠেকিয়ে’ সোনালী ব্যাংকের ৮ লাখ টাকা ছিনতাই, কর্মকর্তাসহ আহত ৪

আজ বিকেলে গাজীপুর শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার কর্মকর্তাদের কাছ থেকে ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে ব্যাংক সংলগ্ন রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তা ও দুই আনসার সদস্য আহত হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে সোনালী ব্যাংক উপ-শাখার সিনিয়র অফিসার সুরভী আক্তারের নাম জানা গেছে। আহত চারজনকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, উপ-শাখার সিনিয়র অফিসার সুরভী আক্তারসহ আরও তিনজন ব্যাংকের হিসাব শেষ করে ৭ লাখ ৮৪ হাজার টাকা নিয়ে অটোরিকশায় সোনালি ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার উদ্দেশে রওনা হন। 

পথে রথখোলা এলাকায় ৮-১০ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং সুরভী আক্তার ও দুই আনসার সদস্যকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

আহতদের বরাত দিয়ে ওসি বলেন, 'ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যরা হাসপাতালে ভর্তি থাকায় অভিযোগ দিতে বিলম্ব হচ্ছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

যোগাযোগ করা হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল দ্য ডেইলি স্টারকে জানান, দুই ব্যাংক কর্মকর্তা ও দুই আনসার সদস্য হাসপাতালে ভর্তি আছেন। 

Comments