২০২৩ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ৬৩৫ কোটি টাকা

 সৌদি আরব, আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি, ইসলামী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ,

ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করেছে, যা ২০১৯ সালের পর সর্বোচ্চ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ব্যাংকটির পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে, যা ২০১৬ সাল থেকে একই ছিল।

ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২০২৩ সালে লোকসান হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর ছিল ৫৫ টাকা ৬৮ পয়সা।

ইসলামী ব্যাংক বলছে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির নগদ ও নগদ সমতুল্য ব্যালেন্স ছিল ২১ হাজার ৯৪৮ কোটি ৩৫ লাখ টাকা।

আগামী ২৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা এবং সারা দেশে ৩৯৪টি শাখা, ২৪৯টি উপশাখা ও ২ হাজার ৭৭১টি এজেন্ট আউটলেট রয়েছে।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

3h ago