পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ

শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সংকটে থাকা পদ্মা ব্যাংক।
পদ্মা ব্যাংক, তারেক রিয়াজ খান, বাংলাদেশ ব্যাংক, ফারমার্স ব্যাংক, সিআরআর, এসএলআর,
তারেক রিয়াজ খান। ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সংকটে থাকা পদ্মা ব্যাংক।

তারেক রিয়াজ খান আজ মঙ্গলাবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ১৮ মার্চ পদত্যাগ করেছি এবং সেদিন থেকেই আমার পদত্যাগ কার্যকর হয়েছে।'

'পদ্মা ব্যাংক থেকে পদত্যাগের পর এনআরবি ব্যাংক আমাকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করে,' বলেন তিনি।

এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের মধ্যে গত ১৮ মার্চ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Comments