ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর ২০১৭ সালের জুন মাসে মো. সাহাবুদ্দিনকে আইবিবিএলের পরিচালক করা হয়।

পরে তিনি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আইবিবিএলের পরিচালনা পর্ষদে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্সের পক্ষে প্রতিনিধিত্ব করেন মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটি থেকে পদত্যাগ করেন।

আইবিবিএলের ওয়েবসাইটে গতকাল রোববার পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম থাকলেও আজ সোমবার তা সরিয়ে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Draft of national charter to be sent to political parties tomorrow: Ali Riaz

He made the remarks this morning during his opening speech on the 19th day of the second phase of talks with political parties

28m ago