নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পুতিনের অভিনন্দন

মো. সাহাবুদ্দিন ও ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ মঙ্গলবার ঢাকায় রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

ওই পেজে মো. শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠির উল্লেখ করা হয়েছে।

চিঠিতে পুতিন বলেছেন, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনি নির্বাচিত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।'

চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এবং আশা প্রকাশ করছি যে রাষ্ট্রপতি থাকাকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে আরও বিকাশ ঘটাবে।

'আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি,' বলেন পুতিন।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন উল্লেখ করে গত ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

40m ago