ন্যাশনাল ব্যাংককে ১০ কোটি টাকার বেশি ঋণ না দেওয়ার নির্দেশ
ন্যাশনাল ব্যাংককে ১০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, 'ন্যাশনাল ব্যাংকের এমডি মো. মেহমুদ হোসেন বোর্ডের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন, এ কারণে ব্যাংকটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।'
'এজন্য ব্যাংকটির ওপর মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং এর অংশ হিসেবে ব্যাংকটিকে ১০ কোটি টাকার বেশি ঋণ বিতরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।
এ বিষয়ে গতকাল রোববার ন্যাশনাল ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৮ জানুয়ারি মেহমুদ হোসেন বোর্ডের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্রীয় ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক সূত্র জানায়, ব্যাংকের পরিচালনা পর্ষদ এমডিকে পদত্যাগ করতে বলেছে।
সূত্র জানায়, এর আগেও পরিচালনা পর্ষদ সদস্যদের চাপে একই পরিণতির মুখোমুখি হয়েছিলেন ন্যাশনাল ব্যাংকের বেশ কয়েকজন এমডি।
মেজবাউল হক বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনে ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ এমডির পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করা হবে।'
Comments