ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল

করোনা মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ব্যাংকে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
bangladesh bank logo

করোনা মহামারির কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ব্যাংকে চাকরির ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংককে বয়সসীমা শিথিলের কথা জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে করোনার কারণে যে সব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সব ব্যাংককে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখ নির্ধারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকের চাকরিতে সাধারণ আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

এ নির্দেশনা অনুযায়ী, যেসব আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের জুনের মধ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারবেন।

এর আগে গত বছরের নভেম্বরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত  প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করেছিল।

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সরকার ২০২০ সালের ২৫ মার্চ থেকে লকডাউনের ঘোষণা দেয়। ওই তারিখের পর থেকে প্রায় ১৮ মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

Comments