সান্ধ্যকালীন ব্যাংকিং স্থগিতের নির্দেশ
বিদ্যুতের ব্যবহার কমাতে ব্যাংকগুলোকে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০১২ সালে চালুর পর বেশ কয়েকটি ব্যাংক সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
তবে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক নোটিশ দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
সান্ধ্য ব্যাংকিং সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে পরিচালিত হয়।
বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিতিশীলতা রোধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমাতে বলেছে।
জুলাইয়ের শেষদিকে এই অর্থবছরে ব্যাংকগুলোকে পেট্রোল, ডিজেল, গ্যাস এবং লুব্রিকেন্টের ব্যয় কমপক্ষে ২০ শতাংশ কমাতে বলেছিল কেন্দ্রীয় ব্যাংক।
কিন্তু সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্যাংকগুলোর জন্য এ নির্দেশনা মেনে চলা কঠিন হবে বলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
এ অবস্থায় ব্যক্তিগত কাজে সরকারি যানবাহন ব্যবহার না করতে ব্যাংকগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে।
Comments