বিশ্রাম

ছবি: মোস্তফা সবুজ/স্টার

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান তার 'কোথাও পাবে না খুঁজে কেউ' শিরোনামের কবিতায় লিখেছেন—'এখানে দাঁড়াও তুমি প্রবীণ অশথতলে, দাঁড়াবার প্রয়োজন থাক/আর না-ই থাক, দাও খানিক বিশ্রাম'…

উপরের ছবিতে প্রবীণ অশথতো নেই-ই, নেই ছায়া দেওয়ার মতো কোনো বৃক্ষও।

এমন ঊষর পরিবেশে চারণ শেষে যমুনার ধু ধু বালুচরে বিশ্রাম নিচ্ছে মহিষের দল। গোখাদ্যের সংকট হওয়ায় বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জে নদী তীরের কৃষকরা তাদের মহিষগুলো চরে ছেড়ে দেন।

সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তেঙরাকান্দি চর থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ

Comments

The Daily Star  | English

Yunus to attend World Governments Summit in UAE

Asked about the ongoing visa restrictions for Bangladeshis, Rafiqul said the issue would be raised during bilateral discussions at the summit

35m ago