বিশ্রাম

ছবি: মোস্তফা সবুজ/স্টার

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান তার 'কোথাও পাবে না খুঁজে কেউ' শিরোনামের কবিতায় লিখেছেন—'এখানে দাঁড়াও তুমি প্রবীণ অশথতলে, দাঁড়াবার প্রয়োজন থাক/আর না-ই থাক, দাও খানিক বিশ্রাম'…

উপরের ছবিতে প্রবীণ অশথতো নেই-ই, নেই ছায়া দেওয়ার মতো কোনো বৃক্ষও।

এমন ঊষর পরিবেশে চারণ শেষে যমুনার ধু ধু বালুচরে বিশ্রাম নিচ্ছে মহিষের দল। গোখাদ্যের সংকট হওয়ায় বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জে নদী তীরের কৃষকরা তাদের মহিষগুলো চরে ছেড়ে দেন।

সম্প্রতি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তেঙরাকান্দি চর থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago