‘ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল’

ছবি: দীপংকর রায়/স্টার

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।'

পঞ্জিকার পাতায় আজ অগ্রহায়ণের ২৭তম দিবস। হেমন্তের শেষবেলা। মাঝে শীত পেরিয়ে ফাল্গুন আসতে অনেক দেরি। এমন 'অসময়ে' কোন খেয়ালে ছবির এই আমগাছটি মুকুলে ছেয়ে গেছে তা ঠিক জানা যায়নি।

বাঙালির অক্ষরজ্ঞান শুরু হয় আ-য়ে আমটি আমি খাব পেড়ে-র মধ্য দিয়ে। ফলে আমের সঙ্গে থাকে তার সারা জীবনের সম্পর্ক। সেইসঙ্গে মানবমনের সঙ্গে সম্পর্ক স্থাপনে পিছিয়ে থাকে না আমের মুকুলও। রবীন্দ্রনাথও সম্ভবত আমের বনের এই মুকুলের গন্ধেই 'পাগল' হয়েছিলেন।

মূলত আমের ফুলগুলোকেই একত্রে আমের মুকুল বলা হয়ে থাকে। এই মুকুল থেকেই পরে গুটি আসতে শুরু করে।

খুলনার দৌলতপুরে সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকা থেকে আজ রোববার সকালে গাছভর্তি মনোহর মুকুলের এই ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক দীপংকর রায়

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

2h ago