ভোলাগামী লঞ্চ ও স্পিডবোট বন্ধের পর বরিশাল নদীবন্দরের চিত্র
বিভিন্ন দাবিতে সারাদেশে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় ৫ নভেম্বর বরিশালে বিএনপির সমাবেশের আগে আজ বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে।
এদিন সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে ভোলার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ভোলা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসেনি।
একইভাবে বরিশাল নদীবন্দর সংলগ্ন ডিসি ঘাট থেকেও ভোলাগামী কোনো স্পিডবোট চলছে না।
এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল-ভোলা রুটে যাতায়াতাকারী নিয়মিত যাত্রীরা।
বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ ১১টি অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করে। ভোলা ছাড়া অন্য রুটে লঞ্চ চলছে।
এ ছাড়া নদীবন্দর সংলগ্ন ডিসিঘাট থেকে ভোলার ভেদুরিয়া রুটে ১০০টি স্পিডবোট চলাচল করে।
এর আগে গত ৩০ অক্টোবর বাসমালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডাকে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন।
তারও আগে মহাসড়কে ৩ চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে ৪-৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের মতো সরকারি দলের ইন্ধনে এই অপকৌশল নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল নদীবন্দর ও ডিসিঘাট এলাকা থেকে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী টিটু দাস।
Comments