ট্রাম্পের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার
নিউইয়র্কের আদালতে শুনানি শেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেরার আগে তার বাসভবন এলাকা পাম বিচে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বুধবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাম বিচ পুলিশ নিউইয়র্ক থেকে ট্রাম্পের ফেরার আগে তার বাসভবন মার-এ-লাগোর দিকে যাওয়ার রাস্তার একটি অংশে বাইক র্যাক স্থাপন করছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে ট্রাম্প তার রিসোর্ট মার-এ-লাগোতে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল ট্রাম্প যখন নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তখন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেনি। তিনি যখন নিউইয়র্কের দিকে যাচ্ছিলেন, ট্রাম্পপন্থীরা তার গাড়ি বহরের পাশে হয়েছিল।
Comments