ভ্যাট অব্যাহতি বাতিল করবে শ্রীলঙ্কা

২০২৪ সালের জানুয়ারিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়িয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
মূল্য সংযোজন কর, ভ্যাট, কর, শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কার কলম্বোতে একজন জুতা দোকানি ক্রেতার জন্য অপেক্ষা করছেন। রয়টার্স ফাইল ফটো

স্বাস্থ্য, শিক্ষা ও অত্যাবশ্যকীয় কিছু পণ্য ব্যতীত প্রায় সব ধরনের ভ্যাট অব্যাহতি বাতিল করতে যাচ্ছে শ্রীলঙ্কা। একইসঙ্গে ২০২৪ সালের জানুয়ারিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়িয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল পার্লামেন্টে দেওয়া বাজেট বক্তৃতা অনুযায়ী, এতে শ্রীলঙ্কার ভ্যাট হার ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

এতে আরও বলা হয়, ভ্যাটের হার বৃদ্ধির জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হবে, যা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে, চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা বর্তমান ভ্যাটের হার ৩ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করেছিল।

বাজেট বক্তৃতায় বলা হয়, ভ্যাট আদায়ের মাধ্যমে সামগ্রিক করের লক্ষ্যমাত্রা পূরণ হলে সামাজিক নিরাপত্তা অবদান লেভির (এসএসসিএল) মতো অন্যান্য পরোক্ষ কর পর্যায়ক্রমে বাদ দেওয়া সম্ভব হবে এবং স্পেশাল কমোডিটি লেভি (এসসিএল) যৌক্তিক করা সম্ভব হবে।

২০২৪ সালের বাজেট অনুমান অনুযায়ী, সরকার পণ্য ও পরিষেবার উপর কর থেকে ২ হাজার ২৩৫ বিলিয়ন রুপি সংগ্রহের পরিকল্পনা করেছে, যা ২০২৩ সালের ১ হাজার ৩৭৬ বিলিয়ন রুপির অনুমানের তুলনায় যথেষ্ট বেশি।

Comments

The Daily Star  | English
Net foreign investment in stocks

Foreign investors returning to stock market

After a long time, foreign investors are showing renewed interest in buying shares of listed companies in Bangladesh as they hope good governance will return to the local stock market following the recent political changeover.

12h ago