আফ্রিকায় ‘যালিউড’ গড়ে তুলছেন ইদ্রিস এলবা

ইদ্রিস এলবা
ইদ্রিস এলবা। ছবি: রয়টার্স ফাইল ফটো

লন্ডনে জন্ম নেওয়া জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবা হাতে নিয়েছেন উচ্চাভিলাসী প্রকল্প। আফ্রিকাজুড়ে গড়ে তুলবেন ফিল্ম স্টুডিও।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আফ্রিকার বিনোদনশিল্পকে বদলে দেওয়ার বাসনা নিয়েছেন গোল্ডেন গ্লোববিজয়ী অভিনেতা এলবা।

আফ্রিকায় তার প্রথম স্টুডিও হবে জানজিবার দ্বীপে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার স্বায়ত্তশাসিত সাদা-বালির এই দ্বীপটিকে এলবা বৈশ্বিক বিনোদন কেন্দ্রের অংশ করতে চান।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, গত বছর সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে এলবা তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে। তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে জানজিবারে স্টুডিও গড়ে তোলা হচ্ছে।

গত আগস্টে জানজিবার সরকার এলবাকে স্টুডিওর জন্য প্রায় ২০০ একর জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জানজিবারের বিনিয়োগমন্ত্রী শরিফ আলি শরিফ বলেছেন, 'ইদ্রিস এলবা যুক্তরাষ্ট্রের হলিউড, ভারতের বলিউড, নাইজেরিয়ার নলিউডের মতো স্টুডিও গতে তুলতে চাচ্ছেন।'

এর নাম 'যালিউড' হতে পারে বলে কৌতুক করেন শরিফ।

সম্প্রতি লন্ডনে ইদ্রিস এলবা সিএনএনকে বলেন, 'আফ্রিকা সম্পর্কে জনসাধারণের যে ধারণা তার অধিকাংশই আফ্রিকা থেকে আসেনি। আফ্রিকা সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়ার জন্য প্রচুর মাধ্যম আছে। আফ্রিকার মধ্যক বয়স ১৯। তরুণরা খুবই আশাবাদী। তারা নিজেদের গল্প বলার সুযোগ চান।'

এই মহাদেশে অর্থ বানানোর সুযোগ অনেক বলে প্রতিবেদনে জানানে হয়।

এতে আরও জানানো হয়—এলবার মা-বাবা সিয়েরা লিওন ও ঘানার বাসিন্দা। তাই নাড়ির টানে ইদ্রিস এলবা প্রায় ১০ হাজার মাইল দূরে শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন যাত্রা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago