মিশরের মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ ৩৮ শতাংশ
চলতি বছরের সেপ্টেম্বরে মিশরের বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ ৩৮ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৩৭ দশমিক ৪ শতাংশ।
আজ মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- এ নিয়ে টানা চতুর্থ মাস মিশরের মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। দাম বৃদ্ধির শীর্ষে আছে খাদ্য ও পানীয়। জুনে মূল্যস্ফীতি বাড়ার আগে সর্বোচ্চ ছিল ২০১৭ সালের জুলাইয়ে ৩২ দশমিক ৯৫ শতাংশ।
নাঈম ব্রোকারেজের অ্যালেন সন্দীপ রয়টার্সকে বলেন, মাসিক মূল্যস্ফীতিও বৃদ্ধি পেয়েছে, আগস্টে ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির তুলনায় সেপ্টেম্বরে দাম বেড়েছে ২ শতাংশ।
গত দুই বছরে দেশটি দ্রুত অর্থ সরবরাহ করলে তা মূল্যস্ফীতি বৃদ্ধিতে অবদান রাখে। ২০২২ সালের মার্চ থেকে ডলারের বিপরীতে মিশরের মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে, যা দেশটির মানুষের জীবনযাত্রার মান কমিয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে মিশরে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, সবজির দাম বেড়েছে ১৯ দশমিক ২ শতাংশ, ফলের দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ, দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ এবং চিনির দাম বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।
Comments