প্রমোশনাল কনটেন্ট

‘কোটিপতি হোন’ অফার আনল মিনিস্টার

কোটিপতি হোন, মিনিস্টার,

ক্রেতাদের জন্য 'কোটিপতি হোন' অফার ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। 

মিনিস্টারের প্রধান কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এ অফার ঘোষণা করা হয়।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, দেশের এই অস্থির বাজারে ক্রেতারা যেন স্বস্তিতে ইলেক্ট্রনিক্স পণ্য কিনতে পারে সেজন্য এ অফার ঘোষণা করা হলো। এ অফারের মাধ্যমে ক্রেতারা মিনিস্টার ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচকার্ড, যে কার্ডটি ঘষে হতে পারেন কোটিপতি।

আরও থাকছে নানান ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য ফ্রি ও উপহার সামগ্রীসহ বিশাল ডিসকাউন্ট।

তিনি আরও বলেন, মিনিস্টার সব সময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছে এবং সামনেও করবে। সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য ও সেরা সার্ভিস দেওয়াই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে এ ধারা আরও বেগবান করতে মিনিস্টার কাজ করে যাচ্ছে।

শো-রুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, সারাদেশে প্রায় ২০০টির বেশি শো-রুমে একসঙ্গে এ অফারটি চলবে। ক্রেতাদের সার্বিক সহায়তা দেওয়ার জন্য আমরা সব সময় সচেষ্ট আছি ও থাকব।

এ বিষয়ে ডিলার চ্যানেলের পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, শো-রুম চ্যানেলের পাশাপাশি দেড় হাজারের অধিক ডিলার শো-রুমেও একযোগে চলবে এ অফারটি। দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতারা একই সুবিধাতে মিনিস্টারের পণ্য কিনতে পারবেন। তাদের দ্রুততম সেবা দিতে আমাদের টিম কাজ করে যাচ্ছে।

অফারটির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকশনস কে এম জি কিবরিয়া বলেন, মিনিস্টার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। আশা করছি এ অফারের মাধ্যমে বরাবরের মতো আমরা এবারও ক্রেতাদের অভাবনীয় সাড়া পাব।

আরও জানা গেছে, এ অফারে মিনিস্টার ব্র্যান্ডের যে কোনো মডেলের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাবেন স্ক্র্যাচ কার্ড এবং তা ঘষে হতে পারেন কোটিপতি। এছাড়াও পেতে পারেন লাখপতি, একটি কিনলে আরেকটি ফ্রি, গ্রাইন্ডার, ব্লেন্ডার, রাইস কুকার, কেটলি, ফ্যানসহ নিশ্চিত আকর্ষণীয় গিফট। এ ছাড়াও ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।

মিনিস্টার এলইডি টিভি ও স্মার্ট এলইডি টিভিতে থাকছে নিশ্চিত ৮ হাজার ৩৩৭ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় এবং আকাশ ডিটিএইচ সংযোগ ফ্রি। আরও আছে ১৯, ২০ ও ২৪ ইঞ্চির নির্দিষ্ট মডেলের নন-স্মার্ট টিভিতে  ৫৩ শতাংশ মূল্যছাড়। এছাড়াও থাকছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায় ২৪ ইঞ্চি  এবং মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় ৩২ ইঞ্চি বেসিক এলইডি টিভি।

যে কোনো সাইজ ও মডেলের এসিতে রয়েছে ১২ হাজার টাকা পর্যন্ত  নগদ মূল্যছাড়, সঙ্গে ফ্রি ইন্সটলেশন সুবিধা। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অন্যান্য সব হোমঅ্যাপ্লায়েন্স পণ্যে রয়েছে নগদ ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট।

অফার নিয়ে যে কোনো তথ্য জানতে ভিজিট করুন https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

এই অফার ঘোষণাকালে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান, শো-রুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান, ডিলার চ্যানেলের পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

1h ago